Monday 21 May 2018

বদলে যাওয়া প্রেম

গল্পে গল্পে রাত হত, ভালবাসায় ভোর
পাশে বসে খাওয়া, আদর নিয়ে জোর
খটখটে বিকেল কিংবা সন্ধ্যে ছোঁয়া বৃষ্টি
লোকের ভীড় আর ক্রিকেট মাঠের অনাসৃষ্টি
পায়ের ব্যথায় কাতর তবুও চলেছো হেঁটে 
দু ঘন্টা কথা বলে কি এই আজন্ম তৃষ্ণা মেটে?
বোশেখ মাসের এই গরমে চলছে এসি, বন্ধ পাখা
এ পাশে অপেক্ষার প্রহর গুনছে আজও সে একা
রাতের খাওয়া বদলে গেছে, অন্য কারো সাথে
পড়বে হয়ত মনে এই আশায় কেউ তবুও থাকে।
সময় বদলায়, কথা ফুরায়, হারায় মানুষ ন্যায্য পাওনাটুকু
বদলে বুঝি শুধু আমিই গেছি, বদলাও নি কি তুমিও এতটুকু?

02/05/2018



যতই অপবাদ দাও না কেন সে কিন্তু পাগল নয়
আবেগের তীব্রতাকে লোকে ভেবে নেয় স্বেচ্ছাচারিতা
প্রয়োজন কে নাম দেয় তুচ্ছ বিলাসিতা
এত বেশি দোষী সে মানা যায় না
কাচের মত স্বচ্ছ আর গভীর তার ভালবাসায় বড্ড হাসফাস লাগে


She' everything but crazy.
They've mistaken her passion for aggressiveness,
her needs for silly demands.
Her flaws were too much to handle
and her love too real to accept.

No comments:

Post a Comment